skip navigation

MCQ Question

Category: C-7 N 15 09 06 অধ্যায় - তাপ ও তাপমাত্রা

Practice Exam

1. তাপমাত্রা কি ?
2. জ্বর মাপার থার্মোমিটারে তাপমাত্রার কোন স্কেল ব্যবহৃত হয়?
3. তাপ প্রয়োগে কঠিন পদার্থের অনুগুলোর মধ্যে কী ঘটে?
4. কোন ক্ষেত্রে আগুনের শিখা উপরে না উঠে চারপাশে ছড়িয়ে পড়ে?
5. সূর্যের তাপ কোন পদ্ধতিতে ভূ-পৃষ্ঠে এসে পৌঁছে?
6. কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ?
7. চায়ের কেটলিতে পানি কোন পদ্ধতিতে উত্তপ্ত হয়।
8. কোনো বস্তু হতে কি পরিমাণ তাপ আমাদের শরীরে প্রবাহিত হবে, সেটি কোন বিষয়ের উপর নির্ভর করে?
9. একটি গ্লাসে বরফ রেখে দিলে গ্লাসের গায়ে কোন প্রক্রিয়ায় বিন্দু বিন্দু পানি জমে?
10. তাপ প্রয়োগে গ্যাসীয় পদার্থের অনুগুলোর মধ্যে কী ঘটে?
11. থার্মোমিটার তৈরিতে কোন ধাতুকে ব্যবহার করা হয়?
12. কঠিন - বাষ্প , বাষ্প - কঠিন, এই প্রক্রিয়াটি নিচের কোনটির ক্ষেত্রে ঘটে?
13. উত্তপ্ত বাতাসের সংস্পর্শে আমরা প্রচন্ড উত্তাপ অনুভব করি না কেন?
14. মাধ্যম ছাড়া কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হতে পারে?
15. কোন পদ্ধতিতে কম্পন এক অণু থেকে অন্য অনুতে সঞ্চালিত
16. পদার্থের অণুগুলো আন্তঃআণবিক বন্ধন যুক্ত হলে কোন দশা প্রাপ্ত হয়?
17. তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ?
18. সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সাথে কত যোগ করলে কেলভিন স্কেলের তাপমাত্রা পাওয়া যায়?
19. একজন সুস্থ মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত?
20. পানির অণুর গতিবেগ খুব বেশি বেড়ে গেলে কোনটি ঘটে?